বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অধীনস্থ সংগঠন আত-তাগলীব সাহিত্য ফোরামের অর্ধদিনব্যাপী লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কেরাণীগঞ্জের ঘাটারচরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মিলনায়তনে প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় শুরু হয়ে দুপুর ১টার দিকে কর্মশালাটি শেষ হয়। কর্মশালায় সংগঠনের সদস্য কর্মীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন।
কর্মশালায় আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দীন বাবর, মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক আমিন ইকবাল, আমাদেরসময়.কম এর সহ-সম্পাদক ওমর শাহ, পাক্ষিক যুবকণ্ঠের নির্বাহী সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তরুণ কবি ও ছড়াকার হাসান আল মাহমুদ ও গল্পকার আব্দুল্লাহ আশরাফ।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস (খ শাখার) সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ, বর্তমান সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম ও সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ।
Powered by Facebook Comments